
ভারতে টানা প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের তিন আন্তঃসীমান্ত নদী—চেনাব, রাভি ও সুতলেজে পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ কারণে পাঞ্জাব প্রদেশজুড়ে জারি করা হয়েছে বন্যার উচ্চ সতর্কতা। পাকিস্তানের প্রায় অর্ধেক জনগণ বসবাস করে এই প্রদেশে, ফলে পরিস্থিতি নিয়ে উদ্বেগ চরমে।
বন্যার আশঙ্কায় নদীতীরবর্তী এলাকা থেকে লাখ লাখ মানুষ ও গবাদিপশু সরিয়ে নিতে কাজ করছে সেনাবাহিনী। বুধবার (২৭ আগস্ট) চেনাব নদীর কাদিরাবাদ বাঁধে পানির চাপ বিপজ্জনক পর্যায়ে পৌঁছালে কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বাঁধের একটি অংশ ভেঙে দেয়।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন জানান, বাঁধের মূল কাঠামো রক্ষার জন্য তীর রক্ষা বাঁধ ভেঙে দেওয়া হয়েছে, যাতে পানির চাপ কিছুটা কমানো যায়।
পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের উজানের বাঁধগুলো থেকে হঠাৎ পানি ছেড়ে দেওয়ার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আগেই সতর্কবার্তা দিয়েছিল। তবে এ বিষয়ে দিল্লির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চেনাব, রাভি ও সুতলেজ নদীর তীরবর্তী মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থার প্রধান ইরফান আলি বলেন, রাভি নদীতে পানির প্রবাহ ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার পর এবার সবচেয়ে বেশি। লাহোর শহর আজ রাত বা আগামীকাল সকালে পানির ঢলে বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এই বর্ষায় পাকিস্তান ইতোমধ্যেই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত জুন থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টি, ভূমিধস ও বন্যায় দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮০০ জনেরও বেশি মানুষের।
রেডিওটুডে নিউজ/আনাম