বৃহস্পতিবার,

২৮ আগস্ট ২০২৫,

১২ ভাদ্র ১৪৩২

বৃহস্পতিবার,

২৮ আগস্ট ২০২৫,

১২ ভাদ্র ১৪৩২

Radio Today News

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনায় ডিএমপির দুঃখপ্রকাশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০২, ২৭ আগস্ট ২০২৫

Google News
প্রকৌশল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনায় ডিএমপির দুঃখপ্রকাশ

ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। 

বুধবার রাত ১০টার দিকে শাহবাগ মোড়ে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ সময় এই ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান।

রাত ১০টার দিকে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত হন ডিএমপি কমিশনার। এ সময় শিক্ষার্থীরা ডিসি মাসুদের বহিষ্কারের দাবি জানান। ডিএমপি কমিশনারের বক্তব্যের পর শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।

এর আগে বুধবার সকাল ১১টার দিকে প্রকৌশলের শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবি আদায়ে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করে। পরে দুপুর দেড়টার দিকে তাদের দাবি আদায়ে যমুনা অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এসময় পুলিশ সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট নিক্ষেপ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন পুলিশ সদস্য ও শিক্ষার্থী আহত হন।

এরপর থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেছেন, আন্দোলনকারী শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে। যানজটের ভোগান্তি এড়াতে কাঁটাবন, মৎস্য ভবন এবং ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিকল্প রাস্তা চালু করা হয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, পুলিশের হামলায় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে পুলিশের দাবি, পুলিশকে লক্ষ্য করে শিক্ষার্থীরা ইটপাটকেল ছোড়েন। এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের