
আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী পাঁচ দিনের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
২৪ ঘণ্টার পূর্বাভাস (শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবার (৩০ আগস্ট) রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।
রোববার (৩১ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (১ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রেডিওটুডে নিউজ/আনাম