শুক্রবার,

২৯ আগস্ট ২০২৫,

১৪ ভাদ্র ১৪৩২

শুক্রবার,

২৯ আগস্ট ২০২৫,

১৪ ভাদ্র ১৪৩২

Radio Today News

আওয়ামী লীগ-বিএনপি মুদ্রার এপিঠ-ওপিঠ: চরমোনাই পীর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:১১, ২৯ আগস্ট ২০২৫

Google News
আওয়ামী লীগ-বিএনপি মুদ্রার এপিঠ-ওপিঠ: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, শুধু ভালো নির্বাচন দেশের সংকট দূর করতে পারবে না। দেশের প্রকৃত পরিবর্তন ঘটাতে হলে দর্শন ও রাজনৈতিক চিন্তার পরিবর্তন জরুরি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজিত ‘সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম পীর সাহেব চরমোনাইয়ের রাজনৈতিক দর্শন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, অনেকে মনে করেন সুষ্ঠু নির্বাচন হলেই দেশের সমস্যার সমাধান হয়ে যাবে।

অথচ ইতিহাস বলছে, ১৯৭০, ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে সুষ্ঠু নির্বাচন হয়েছিল। কিন্তু প্রতিবারই সরকারগুলো গণ-আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। নেতা আর দল পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।
তিনি আওয়ামী লীগ ও বিএনপিকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ আখ্যা দিয়ে বলেন, তাদের বক্তব্যে কোনো মৌলিক পার্থক্য নেই।

জয় সাহেব মৌলবাদ বিরোধিতা করেন, তারেক সাহেবও একই কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিয়া আইনে বিশ্বাস করেন না, তবে তিনি অন্তত মুখে যা বলেন সেটাই স্পষ্টভাবে বলেন। এজন্য তাকে আমি একজন সৎ রাজনীতিবিদ মনে করি।

তিনি আরো বলেন, জিয়াউর রহমান সর্বদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, আর শেখ মুজিবুর রহমান বাকশাল করেছিলেন।

অথচ আজ আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই ক্ষমতার দাপট, চাঁদাবাজি আর খুনোখুনির রাজনীতি চালাচ্ছে। বিএনপির নিজেদের মধ্যেই প্রায় ২০০ জন খুন হয়েছেন।

প্রতীক রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, নৌকা প্রতীক নিয়ে যারা নির্বাচন করে তারা নৌকা চালাতে জানে না, ধানের শীষ প্রতীকধারীরা ধান কাটতে জানে না। প্রতীকগুলো গরিব মানুষের, অথচ যারা নির্বাচন করে তারা কেউ গরিব নয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের