
নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে নির্বাচনি দায়িত্ব পালনের ওপর জোর দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘কমিউনিকেশন ব্রেকডাউন হলে সবকিছুতে সমস্যা হবে। ট্রেনিংয়ে যা শিখবেন, তা নোট নেবেন এবং কমিউনিকেশন যাতে ব্রেকডাউন না হয়, এটা আপনাদের মনে রাখতে হবে। প্রফেশনালিজম ও নিউট্রালিটি যাতে নিশ্চিত হয় এই ট্রেনিংয়ের মধ্য দিয়ে- এটা নিশ্চিত করবেন।’
তিনি বলেন, ‘নৈতিকতাকে যে শিক্ষা প্রভাবিত করতে পারে না, সেটা শিক্ষাও না প্রশিক্ষণও না। আপনাদের নৈতিকতার মান যাতে ঠিক থাকে। আমরা আইন কানুনের বাইরে যেতে বলবো না কাউকে। আপনারা শতভাগ নিরপেক্ষ থাকবেন সেটা আমরা চাই।’
সিইসি বলেন, ‘নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হচ্ছে। যেগুলো আগে ছিল না। দেশের তো নানা চ্যালেঞ্জ আছেই। আগে তো সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ ছিল না, এআই-এর চ্যালেঞ্জ ছিল না। এর জন্য আমরা সেন্ট্রাল অফিস খুলবো, যেন ডিসইনফরমেশন আইডেনটিফাই করতে পারি। এটা যেন প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে পারি। যারা ট্রেনিং নিচ্ছেন যে কোনো ধরনের নতুন চ্যালেঞ্জ আসলে তা মোকাবিলা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আপনাদের এই প্রশিক্ষণের ওপর আমাদের সফলতা বা ব্যর্থতা নির্ভর করছে। আশা করি, সফল ট্রেনিং হবে। কমিউনিকেশন ব্রেকডাউন যেন না হয়। প্রফেশনালিজ অ্যান্ড নিউট্রালিটি বজায় রাখতে হবে।’
রেডিওটুডে নিউজ/আনাম