শুক্রবার,

২৯ আগস্ট ২০২৫,

১৪ ভাদ্র ১৪৩২

শুক্রবার,

২৯ আগস্ট ২০২৫,

১৪ ভাদ্র ১৪৩২

Radio Today News

২৬৮ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৫০, ২৮ আগস্ট ২০২৫

Google News
২৬৮ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি

বিসিএস প্রশাসনসহ বিভিন্ন ক্যাডারের সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৬৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে এই পদোন্নতির সিদ্ধান্ত ঘোষণা করে।

প্রজ্ঞাপনের মধ্যে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ২৬২ জন দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে এবং ৮ জন বিদেশে বিভিন্ন দূতাবাসে প্রথম সচিব হিসেবে কর্মরত আছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিসিএস ৩০তম ব্যাচের কর্মকর্তাদের সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আজই পদোন্নতির সার-সংক্ষেপ অনুমোদন করা হয়েছে।

পদোন্নতির নিয়ম অনুযায়ী, একজন কর্মকর্তার উপসচিব পদে পদোন্নতি পাওয়ার জন্য সিনিয়র সহকারী সচিব পদে পাঁচ বছরের চাকরি ও মোট ১০ বছরের সরকারি চাকরির অভিজ্ঞতা থাকতে হয়। বিসিএস ৩০তম ব্যাচের কর্মকর্তারা এই যোগ্যতা অর্জন করেছিলেন ২০২২ সালের ৩ জুন। তবে দীর্ঘদিন ধরে তাদের পদোন্নতি হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, এই ব্যাচে মোট ২৭৭ জন কর্মকর্তা ছিলেন। পদোন্নতির যোগ্য প্রশাসন ক্যাডারের ৩১৯ জন কর্মকর্তা ও অন্যান্য ক্যাডারের ২২৩ জন কর্মকর্তা ডিএস পুলে আবেদন করেছিলেন। তাদের মধ্যে ২৬৮ জনকে পদোন্নতি দেয়া হয়েছে।

এদিকে, মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, অতিরিক্ত সচিবের ২১২ পদে ৩৫৮ জন, যুগ্ম সচিবের ৫০২ পদে ১,০২৮ জন এবং উপসচিবের অনুমোদিত ১,৪২০ পদে ১ হাজার ৪০০ জন কর্মকর্তা রয়েছেন। ফলে পদ খালি না থাকায় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তাদের পূর্ববর্তী পদেই দায়িত্ব পালন করতে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের