শুক্রবার,

২৯ আগস্ট ২০২৫,

১৪ ভাদ্র ১৪৩২

শুক্রবার,

২৯ আগস্ট ২০২৫,

১৪ ভাদ্র ১৪৩২

Radio Today News

ডাকসুতে ১০ দফা ইশতেহার ঘোষণা ছাত্রদলের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩০, ২৮ আগস্ট ২০২৫

Google News
ডাকসুতে ১০ দফা ইশতেহার ঘোষণা ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ছাত্রদল মনোনীত ‘আবিদ-হামিম-মায়েদ পরিষদ’ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে কলাভবনের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ইশতেহার পড়ে শোনান। 

ইশতেহারে মোট ৭৫টি প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। ইশতেহারে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, আনন্দময়, বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার করেন তারা।

ইশতেহারের দশ দফা হলো– ১. শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক ক্যাম্পাস গড়া; ২. নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস; ৩. মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবিমা নিশ্চিত করা; ৪. কারিকুলাম, অবকাঠামো ও গবেষণার মানোন্নয়ন; ৫. পরিবহণ ব্যবস্থা সহজ করা; ৬. হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা; ৭. তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্ত করা; ৮. সাইবার সিকিউরিটি নিশ্চিত করা ও সাইবার বুলিং প্রতিরোধ সাইবার সেল গঠন; ৯. পরিবেশবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা, ডাকসু নির্বাচন নিয়মিত করা এবং ১০. সেমিনার ও সিম্পোজিয়ামের নিয়মিত আয়োজন।

বিভিন্ন প্রতিশ্রুতিতে বলা হয়, গেস্টরুম-গণরুম সংস্কৃতি ও রাজনৈতিক দমনপীড়ন চিরতরে বন্ধ করা হবে। পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে, রোধ করা হবে বহিরাগত প্রবেশ। ডাকসুর অধীনে একটি স্বাধীন ‘শিক্ষার্থী সুরক্ষা সেল’ গঠন, ‘সাইবার সিকিউরিটি সেল’, ২৪ ঘণ্টার হেল্পলাইন সেবা এবং হলগুলোতে মেডিকেল কর্নার চালু, টিএসসিতে একটি ‘মেন্টাল ওয়েলবিয়িং সেন্টার’ গড়ে তোলা হবে।

অ্যাকাডেমিক উন্নয়নের ক্ষেত্রে বলা হয়েছে–ক্লাসরুম সংকট নিরসনে অবকাঠামো সম্প্রসারণ, ছাত্র, শিক্ষক ও বিশেষজ্ঞদের সমন্বয়ে কোর্স কারিকুলাম পর্যালোচনা, ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সৃষ্টি, শিক্ষক বা প্রশাসনিক ব্যক্তির পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কার্যকর পদ্ধতি গ্রহণ, স্বজনপ্রীতি ও রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ বন্ধ করা, অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা, রেজাল্ট ও ক্লাস কার্যক্রম নিশ্চিত করা হবে।

এছাড়া নারী শিক্ষার্থীদের পোশাকের স্বাধীনতা, যৌন হয়রানি প্রতিরোধ, হলগুলোতে ভর্তুকিতে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন, নারীদের হলে রাতে প্রবেশের সময়সীমা বৃদ্ধি, অনাবাসিকদের অনুমতিসাপেক্ষে হলে অবস্থান করতে দেওয়া, একটি সিট ও একটি পড়ার টেবিল নিশ্চিতে উদ্যোগ নেওয়া, ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ায় খাবারের ওপর ভর্তুকি বৃদ্ধি, পুষ্টিবিদদের সমন্বয়ে টিম গঠন করে খাবারের স্বাস্থ্যগুণ ও পুষ্টিমান নিশ্চিত করা হবে। অনুষদ ও বিভাগীয় এলাকায় নতুন ক্যান্টিন স্থাপন এবং বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত পর্যাপ্ত শাটল সার্ভিস চালু করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের