শুক্রবার,

২৯ আগস্ট ২০২৫,

১৪ ভাদ্র ১৪৩২

শুক্রবার,

২৯ আগস্ট ২০২৫,

১৪ ভাদ্র ১৪৩২

Radio Today News

লাসায় স্থানীয় কর্মকর্তা ও জনগণের সঙ্গে সাক্ষাৎ করল কেন্দ্রীয় প্রতিনিধিদল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫২, ২৮ আগস্ট ২০২৫

আপডেট: ২৩:৫৭, ২৮ আগস্ট ২০২৫

Google News
লাসায় স্থানীয় কর্মকর্তা ও জনগণের সঙ্গে সাক্ষাৎ করল কেন্দ্রীয় প্রতিনিধিদল

সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের পক্ষ থেকে লাসা শহরের বিভিন্ন  জাতিগোষ্ঠীর স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় প্রতিনিধিদলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার এই সাক্ষাৎ করেন তারা। 

সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনা গণরাজনৈতিক পরামর্শক সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

এ সময় ওয়াং হুনিং চারটি মূল লক্ষ্য বাস্তবায়নে জোর দেন। এগুলো হলো, স্থিতিশীলতা নিশ্চিত করা, উন্নয়ন ত্বরান্বিত করা, পরিবেশ সংরক্ষণ করা এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করা। 

প্রতিনিধিদলটি লাসার পোতালা প্রাসাদ স্কয়ারে অনুষ্ঠিত সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে অংশ নেয়। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের