শুক্রবার,

২৯ আগস্ট ২০২৫,

১৪ ভাদ্র ১৪৩২

শুক্রবার,

২৯ আগস্ট ২০২৫,

১৪ ভাদ্র ১৪৩২

Radio Today News

থিয়েনচিনে বাণিজ্যকেন্দ্র চালু, বাড়াবে এসসিও সদস্যদেশগুলোর সহযোগিতা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২২, ২৮ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:২৩, ২৮ আগস্ট ২০২৫

Google News
থিয়েনচিনে বাণিজ্যকেন্দ্র চালু, বাড়াবে এসসিও সদস্যদেশগুলোর সহযোগিতা

শাংহাই সহযোগিতা সংস্থা—এসসিও’র সদস্যদেশগুলোর সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা জোরদারে চীনের থিয়েনচিন পৌরসভা আনুষ্ঠানিকভাবে চালু করেছে আন্তর্জাতিক বন্দর অর্থনৈতিক সহযোগিতা কেন্দ্র। উদ্বোধনের পর থেকেই ইতিবাচক ফলাফল মিলতে শুরু করেছে।

এই কেন্দ্রের মূল লক্ষ্য হলো শিল্প সহযোগিতা, বাণিজ্য এবং বিভিন্ন খাতের বিনিময় বাড়ানো। এজন্য কেন্দ্রটি এখন কাস্টমস ক্লিয়ারেন্স, বিশেষায়িত লজিস্টিকস সমাধান ও বন্দর সমন্বয়ে একীভূত সেবা দিচ্ছে।

কেন্দ্রটির বাজারভিত্তিক সেবা-হল প্রতিটি সদস্য দেশের জন্য আলাদাভাবে সাজানো। কাজাখস্তানের সেবা-হলটি ইতোমধ্যেই স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে চীনে পণ্য আমদানির কাস্টমস ক্লিয়ারেন্সে সহায়তা করেছে। মঙ্গোলিয়ার সেবা হলও চালু হয়েছে। শিগগিরই রাশিয়া, কম্বোডিয়া এবং অন্যান্য দেশের জন্যও এটি চালু হবে।

আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর থিয়েনচিনে অনুষ্ঠিত হবে এসসিও শীর্ষ সম্মেলন। এতে ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশ নেবেন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের