শনিবার,

৩০ আগস্ট ২০২৫,

১৪ ভাদ্র ১৪৩২

শনিবার,

৩০ আগস্ট ২০২৫,

১৪ ভাদ্র ১৪৩২

Radio Today News

ছুটির দিনে লাগামহীন নিত্যপণ্যের দাম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৪, ২৯ আগস্ট ২০২৫

Google News
ছুটির দিনে লাগামহীন নিত্যপণ্যের দাম

রাজধানীর বাজারে শুক্রবার মানেই অতিরিক্ত দাম। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে ভিড় বাড়ে, আর সেই সুযোগে মাছ, মাংস থেকে শুরু করে সবজিসহ নিত্যপণ্যের দাম বেড়ে যায়। ফলে অন্য দিনের তুলনায় এদিন বেশি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর উত্তর বাড্ড, মধ্য বাড্ডা, রামপুরা বাজার, নতুন বাজার, কাওরান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

শুক্রবারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০-১৯৫ টাকা কেজি দরে। সোনালি মুরগির দাম ২৮০-৩৩০ টাকা। গরুর মাংস প্রতি কেজি ৭৫০-৮০০ টাকা, আর খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২৫০ টাকা যা অন্য দিনের তুলনায় কেজিতে ৪০-৫০ টাকা বেশি।

সবজির বাজারেও দেখা গেছে এমন চিত্র। প্রতি কেজি সবজি ১০-২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা, করলা ৯০-১০০ টাকা, ঢেঁড়স ৭০-৮০ টাকা, শসা ৮০ টাকা, কাঁচা মরিচ ২০০-২৫০ টাকা। কেবল আলু ২৫-৩০ টাকা আর কাঁচা পেঁপেই ভোক্তাদের নাগালের মধ্যে আছে।

রাজধানীর উত্তর বাড্ড বাজারে ক্রেতা শাকিল আহম্মেদ বলেন, শুক্রবার ছাড়া বাজারে যাওয়ার সুযোগ নেই। কিন্তু এদিন এলেই সব পণ্যের দাম বেশি পাওয়া যায়।

বেসরকারি চাকরিজীবি শফিকুল ইসলাম বলেন, ‘সপ্তাহের অন্যদিন যে গরুর মাংস ৭০০ টাকা, শুক্রবার সেটা ৭৫০-৮০০ টাকা। বাজারে নজরদারি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়ান।’

অন্যদিকে বিক্রেতারা বলছেন, শুক্রবারে চাহিদা বেড়ে যায়, বিশেষ করে মাংস ও সবজির। পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হওয়ায় খুচরায় দাম বাড়ছে।

রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, আটা-ময়দা ও ডালের দামও বেড়েছে। এক কেজি আটা কোম্পানিভেদে বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায় (আগে ছিল ৫০-৫৫ টাকা)। খোলা আটার দাম ৪৫-৫০ টাকা। ময়দা বিক্রি হচ্ছে কেজিতে ৬৫-৭৫ টাকায়। ভালো মানের মসুর ডাল বেড়ে বিক্রি হচ্ছে ১৪৫-১৫০ টাকায়।

ভরা মৌসুম হলেও ইলিশের দাম ক্রেতাদের নাগালের বাইরে। এক কেজি ইলিশ ২ হাজার ৫০০-২ হাজার ৬০০ টাকা, দেড় কেজি ইলিশ ৩ হাজার ৫০০ টাকা, ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশও বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ টাকায়। অন্য মাছের দামও চড়া, বোয়াল ৭৫০-৯০০, কোরাল ৮০০-৮৫০, রুই ৩৮০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সম্প্রতি সরকার হিমাগার পর্যায়ে আলুর ন্যূনতম দাম ২২ টাকা নির্ধারণ করেছে সরকার। ফলে খুচরায় দাম ৩৫-৪০ টাকায় উঠতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বর্তমানে বাজারে আলু বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজিতে।

গত সপ্তাহের তুলনায় ডিম ও ব্রয়লার মুরগির দামে কিছুটা কমতি এসেছে। প্রতি ডজন লাল ডিম ১৪০ টাকা, সাদা ডিম ১৩০ টাকা। ব্রয়লার মুরগি কেজি ১৭০ টাকা এবং সোনালি মুরগি ২৯০-৩২০ টাকা।

রাজধানীর রামপুর বাজারে ক্রেতা হেলার হোসেন বলেন, বাজারে ৮০-১০০ টাকার নিচে সবজি নেই। বাধ্য হয়ে আধা কেজি বা ২৫০ গ্রাম করে কিনতে হচ্ছে।

মালিবাগের সবজি বিক্রেতা রাজু মিয়া বলেন, ‘মৌসুম শেষ হয়ে গেছে। আবার বৃষ্টিতে ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমেছে। তাই দাম বাড়ছে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের