শুক্রবার,

২৯ আগস্ট ২০২৫,

১৪ ভাদ্র ১৪৩২

শুক্রবার,

২৯ আগস্ট ২০২৫,

১৪ ভাদ্র ১৪৩২

Radio Today News

ছয় মাসে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৯, ২৮ আগস্ট ২০২৫

Google News
ছয় মাসে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশে মোট ১.২৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে। বুধবার (২৭ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

সভায় জানানো হয়, ছয় মাসে পাওয়া বিনিয়োগ প্রস্তাবের মধ্যে বিদেশি বিনিয়োগের পরিমাণ ৪৬৫ মিলিয়ন ডলার, স্থানীয় বিনিয়োগ ৭০০ মিলিয়ন ডলার এবং যৌথ বিনিয়োগ ৮৫ মিলিয়ন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি বিদেশি প্রস্তাব এসেছে চীনা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে, প্রায় ৩৩০ মিলিয়ন ডলার। এছাড়া সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত থেকেও উল্লেখযোগ্য বিনিয়োগ প্রস্তাব এসেছে।

বিডা’র প্রতিনিধি জানান, ১.২৫ বিলিয়ন ডলারের প্রস্তাবের মধ্যে এ পর্যন্ত ২৩১ মিলিয়ন ডলারের প্রস্তাব চূড়ান্ত হয়েছে, যা প্রাথমিক প্রস্তাব থেকে চূড়ান্ত পর্যায়ে রূপান্তরের হার প্রায় ১৮ শতাংশ। বিশ্বব্যাপী গড়ে এই হার ১৫-২০ শতাংশের মধ্যে থাকে।

সভায় চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিয়েও আলোচনা হয়। বর্তমানে প্রায় সাড়ে ৬ হাজার কন্টেইনার বন্দরে পড়ে আছে। গত দুই মাসে ১ হাজার কন্টেইনার নিলামে বিক্রি করা হয়েছে। আগামী মাসে আরও ৫০০ কন্টেইনার নিলামে তোলার পরিকল্পনার কথা জানায় বন্দর কর্তৃপক্ষ।

এছাড়া বাংলাদেশ বিজনেস পোর্টাল (বিবিপি) চালুর অগ্রগতি নিয়েও সভায় আলোচনা হয়। বিডা, বেজা, বেপজা ও বিসিকের সেবা সমন্বিত করার উদ্যোগ হিসেবে তৈরি করা এই অনলাইন প্ল্যাটফর্মের সফট লঞ্চিং আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এবং পূর্ণাঙ্গ উদ্বোধন মাসের শেষ নাগাদ করার পরিকল্পনা রয়েছে।

সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের