
জলবায়ু সংকটের কারণে সাগরের পানিতে অম্ল বা ক্ষারের পরিমাণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এতে বিপদের মুখে পড়েছে সামুদ্রিক জীববৈচিত্র্য। ‘ফ্রন্টিয়ার্স ইন মেরিন সায়েন্স’ জার্নালে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণা বলছে, কার্বন নিঃসরণ বাড়তে থাকার সঙ্গে সঙ্গে সমুদ্র বায়ুমণ্ডল থেকে আরও বেশি কার্বন ডাইঅক্সাইড শোষণ করছে, যা দ্রবীভূত হাইড্রোজেন আয়নের (পিএইচ) মাত্রা কমিয়ে সমুদ্রের পানিকে আরও অম্লীয় করে তুলছে। এই প্রক্রিয়া অনেক সামুদ্রিক প্রজাতি এবং বাস্তুতন্ত্রকে প্রভাবিত করতে পারে।
জার্মানির ডুসেলডর্ফের হেইনরিখ হেইন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী এবং এই গবেষণার প্রধান লেখক ম্যাক্সিমিলিয়ান বাউম বলেন, সমুদ্রের অম্লতা প্রবাল এবং ঝিনুকের মতো প্রাণীর ক্যালসিয়ামের খোলসযুক্ত গঠনকে ক্ষতিগ্রস্ত করে। নতুন বাস্তবতায় আমরা খতিয়ে দেখতে চেয়েছিলাম, সাগরের পানিতে অম্লতা বাড়ার প্রভাব হাঙরের মতো মাংসাশী প্রাণীর ওপর কেমন প্রভাব ফেলে। বিশেষ করে যে প্রাণী প্রজাতিগুলো তাদের ফুলকার বায়ু চলাচলের জন্য মুখ খোলা রেখে সাঁতার কাটে এবং যারা ক্রমাগত সামুদ্রিক পানির সংস্পর্শে থাকে, তাদের ক্ষেত্রে কী ঘটছে। গবেষণা থেকে আমরা দেখতে পেয়েছি, শুধু প্রবাল বা শামুকের মতো ছোট জীবই অম্লের কারণে ঝুঁকির মধ্যে নেই; বড় শিকারি প্রাণীদের দাঁতও অম্লের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষয়ে যাচ্ছে।
জানা গেছে, বাউম এবং তাঁর সহকর্মীরা জার্মানির সি লাইফ ওবারহাউসেন অ্যাকোয়ারিয়ামে থাকা ১০টি ব্ল্যাকটিপ রিফ হাঙরের থেকে প্রাকৃতিকভাবে ঝরে পড়া ৬০০টি দাঁত সংগ্রহ করেন। বেশির ভাগ হাঙরের প্রজাতি তাদের দাঁত হারায় এবং আবার নতুন দাঁত জন্মায়। সিএনএন।
রেডিওটুডে নিউজ/আনাম