
‘শান্তিকে লালন করি, বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাই’ এই প্রতিপাদ্যে জাপানের ইওয়াতে প্রিফেকচারের মোরিওকায় অনুষ্ঠিত হয়েছে সিম্পোজিয়াম।
চীনা জনগণের জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্বব্যাপী ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী স্মরণে আয়োজন করা হয় এই সিম্পোজিয়াম।
অনুষ্ঠানটি মঙ্গলবার চীনের জাপানস্থ দূতাবাস এবং সাপোরোতে চীনা কনসুলেট-জেনারেল যৌথভাবে আয়োজন করে। এতে চীন ও জাপানের ১০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।
জাপানের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সাবেক ভাইস স্পিকার বানরি কাইএদা দুই দেশের মধ্যে আরও গভীর বিনিময় এবং বোঝাপড়ার গুরুত্ব তুলে ধরেন।
রেডিওটুডে নিউজ/আনাম