
চীনের তাইওয়ানের আটটি প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে জানানো হয়, এসব প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে তথাকথিত তাইওয়ানের স্বাধীনতাবাদী বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে সহযোগিতা করেছে। এ কারণে তাদের নাম রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র চেন বিনহুয়া বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, ‘এটি জাতীয় স্বার্থ রক্ষায় একটি প্রয়োজনীয় ও ন্যায়সঙ্গত পদক্ষেপ।’
রেডিওটুডে নিউজ/আনাম