
চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সূবর্ণ জয়ন্তীতে দুদেশ একত্রে নতুন ভাবে শুরু করে বেল্ট এন্ড রোড উচ্চমানের উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগে নতুন উচ্চতায় পৌঁছাতে চায়।
বুধবার বাংলাদেশের রাজধানী ঢাকার একটি হোটেলে “চীন-বাংলাদেশ শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতা” শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বাংলাদেশে চীনা উদ্যোক্তাদের সংগঠন চায়না এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ-সিইইএবি এই সম্মেলনের আয়োজন করে। যেখানে বাজার প্রবণতা, বিনিয়োগের সুযোগ ও চ্যালেঞ্জ সমূহ চিহ্নিত করে শিল্প প্রতিবেদন প্রকাশ করা হয়। সিইইএবি প্রেসিডেন্ট হান কুন এই গবেষণা প্রতিবেদন পেশ করেন।
ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে বিনিয়োগের চ্যালেঞ্জগুলো বিবেচনায় নিয়ে চীনা কোম্পানিগুলো বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী। চলতি বছরের আগস্টের মধ্যে প্রায় ২০ টি চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে ৪০ কোটি ডলার বিনিয়োগ বাংলাদেশে এসেছে।
অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তা এবং চীন ও বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম