শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

Radio Today News

চীন-ফ্রান্স হবে স্থিতিশীলতা ও ঐক্যের শক্তি: চীনা পররাষ্ট্রমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৪, ১০ জুলাই ২০২৫

Google News
চীন-ফ্রান্স হবে স্থিতিশীলতা ও ঐক্যের শক্তি: চীনা পররাষ্ট্রমন্ত্রী

চীন ও ফ্রান্সকে বিশ্বে স্থিতিশীলতা, উন্মুক্ততা, অন্তর্ভুক্তি ও ঐক্যের শক্তি হিসেবে কাজ করা উচিত। শুক্রবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোরর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ কথা বলেন।

চীন-ফ্রান্স উচ্চ পর্যায়ের সাংস্কৃতিক বিনিময় সংলাপের সপ্তম অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও চীন-ইইউ সম্পর্ক নিয়ে গঠনমূলক আলোচনা হয় এবং দুই পক্ষ গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছায়।

ফ্রান্সের এক-চীন নীতির প্রতিশ্রুতিকে চীন প্রশংসা করে জানিয়ে ওয়াং ই বলেন, ইউক্রেন সংকট ও মধ্যপ্রাচ্যের সমস্যায় শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানে ফ্রান্সের সঙ্গে যোগাযোগ জোরদার করতে চায় চীন।

কিছু ‘বড় শক্তি’ ট্যারিফকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তবে ওয়াং ই সতর্ক করে বলেন, ‘দেয়াল তুলে প্রতিযোগিতা বাড়ে না, বরং বিচ্ছিন্নতা তৈরি হয়।’ 

চীনের বিনিয়োগকারীদের জন্য ফ্রান্স নিরপেক্ষ ও স্বচ্ছ পরিবেশ তৈরি করবে বলে আশা প্রকাশ করেন ওয়াং ই। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের