শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

Radio Today News

‘দেশ রক্ষায় প্রয়োজনে বিজিবি সদস্যরা জীবন দেবে, এক ইঞ্চি মাটিও ছাড় দেবেনা’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৬, ১০ জুলাই ২০২৫

আপডেট: ১২:৪৯, ১০ জুলাই ২০২৫

Google News
‘দেশ রক্ষায় প্রয়োজনে বিজিবি সদস্যরা জীবন দেবে, এক ইঞ্চি মাটিও ছাড় দেবেনা’

দেশ ও জাতির প্রয়োজনে যে কোনো বৈরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির প্রশিক্ষণ কেন্দ্র বাইতুল ইজ্জতে ১০৩তম রিক্রুট ব্যাচের সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশ রক্ষায় প্রয়োজনে বিজিবি সদস্যরা জীবন দেবে, এক ইঞ্চি মাটিও ছাড় দেবেনা বলে মন্তব্য করেন তিনি। বলেন, প্রতিপক্ষ বাহিনীর সাথে কোনো ধরণের নমনীয় আচরণ করবে না বিজিবি।

এসময় সীমান্তে চোরাচালান বন্ধে সৈনিকদের সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এর আগে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন মহাপরিচালক। এ সময় বিজিটিসিএন্ডসি’র কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের