শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

Radio Today News

জুলাই হত্যাকাণ্ড: ভারতকে অভিযুক্ত করে হাসিনাকে ফেরত চাইলেন মাহমুদুর রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৯, ১১ জুলাই ২০২৫

আপডেট: ২২:৩১, ১১ জুলাই ২০২৫

Google News
জুলাই হত্যাকাণ্ড: ভারতকে অভিযুক্ত করে হাসিনাকে ফেরত চাইলেন মাহমুদুর রহমান

‌‘জুলাই বিপ্লবে’র হত্যাকাণ্ডের জন্য ভারতকে সরাসরি অভিযুক্ত করে এর বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, এই শহীদরা কোনো দলের নয়, বরং গোটা জাতির সম্পদ এবং তাদের দলীয়করণ করা উচিত নয়।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ‘জুলাই বিপ্লবে আত্মদানকারী শহীদদের পরিবার এবং আহতদের সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান। অনুষ্ঠানে ‘জুলাই বিপ্লবে’ নিহতদের পরিবার ও স্বজনরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শহীদদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বিচার না পেলে প্রয়োজনে আবারও মাঠে নামার ঘোষণা দেন তারা। স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে ওঠে অনুষ্ঠানের পরিবেশ। স্বামীহারা হাফিজুলের স্ত্রীসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং প্রিয়জনদের রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনকে বৃথা যেতে না দেওয়ার অঙ্গীকার করেন।

ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ৭১ আমাদের গর্বের, তবে ২৪-কে অবহেলা করার কোনো সুযোগ নেই।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ফ্যাসিবাদী শক্তি পুনরায় মাথাচাড়া দিলে আগের চেয়েও কঠিন বিপ্লব সংগঠিত করা হবে। জামায়াতে ইসলামীর নেতারা তাদের বক্তব্যে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা জানান, আগামী ১৯ জুলাই জামায়াতের সমাবেশ থেকে ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালনার একটি রূপরেখা করা হবে। অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরী উত্তরের শীর্ষ নেতাদের পাশাপাশি দেশের শিক্ষাবিদ ও অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তারা ‘জুলাই বিপ্লবের’ তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগ এবং আহতদের সাহসিকতার প্রশংসা করেন।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের