শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

Radio Today News

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:০৬, ১১ জুলাই ২০২৫

Google News
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

রাজধানীর সূত্রাপুরের কাগজি টোলায় একটি বাসায় আগুনে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, ভ্যানচালক মো. রিপন পেদা (৩৫), তাঁর স্ত্রী মোছা. চাঁদনী (২৪), ছেলে তামিম পেদা (১৬), রোকন পেদা (১৪) ও মেয়ে আয়েশা (১)। রিপনের গ্রামের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, পাঁচজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক। 

তিনি জানান, রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫, তামিমের ৪২, রোকনের ৬০ ও আয়েশা ৬৩ শতাংশ পুড়ে গেছে।

দদ্ধদের একজন স্বজন জানিয়েছেন, ভবনটি পাঁচতলা। নিচতলায় এক কক্ষে রিপন পরিবার নিয়ে ভাড়া থাকেন। রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। ঘুমের মধ্যে কক্ষে আগুন ছড়িয়ে পড়লে তারা দগ্ধ হন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের