
১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার (৩১ আগস্ট) তিনটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করবেন তিনি।
শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম।
এদিন বিকেল সাড়ে ৪টায় জামায়াত, সন্ধ্যা ৬টায় এনসিপির এবং সন্ধ্যা ৭টায় বিএনপির সঙ্গে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস আগেই জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। এ সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি বারবার উল্লেখ করেছেন।
গত শনিবার অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে জানানো হয়, ‘নির্বাচন বিলম্বিত বা বানচাল করার জন্য কোনো ষড়যন্ত্র বা বাধা সফল হবে না। জনগণের ইচ্ছাই জয়ী হবে এবং কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে দেয়া হবে না।’
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখতে এবং অংশগ্রহণমূলক নির্বাচনের নিশ্চয়তা দিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।
রেডিওটুডে নিউজ/আনাম