রোববার,

৩১ আগস্ট ২০২৫,

১৬ ভাদ্র ১৪৩২

রোববার,

৩১ আগস্ট ২০২৫,

১৬ ভাদ্র ১৪৩২

Radio Today News

ভোটার তালিকার চূড়ান্ত খসড়া প্রকাশ, মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫৩, ৩১ আগস্ট ২০২৫

Google News
ভোটার তালিকার চূড়ান্ত খসড়া প্রকাশ, মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ

এ দফায় হালনাগাদ ভোটার তালিকার চূড়ান্ত খসড়া প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৩১ আগস্টা) বিকেলে নির্বাচন কমিশন অফিসে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ২৭ হাজায় ৫০৪ জন। যার মধ্যে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৬৪২ জন এবং তালিকা থেকে বাদ পড়েছে ১ হাজার ৩৮ জন। 

মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন। নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের মোট ভোটার ১২৩০ জন। 

আগামী ৩১ অক্টবরের মধ্যে যাদের বয়স ১৮ বছর হবে, তাদের নতুন করে হালনাগাদ তালিকায় সংযুক্ত করে তৃতীয় ধাপে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের