শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

Radio Today News

কোভিড-১৯ ও ক্যান্সার নির্ণয়ের হোম টেস্ট আবিষ্কার করলেন ইরানের গবেষক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১১, ১২ জুলাই ২০২৫

আপডেট: ১১:১৩, ১২ জুলাই ২০২৫

Google News
কোভিড-১৯ ও ক্যান্সার নির্ণয়ের হোম টেস্ট আবিষ্কার করলেন ইরানের গবেষক

বাসায় বসে কোভিড-১৯ এবং ক্যান্সার নির্ণয় করা যাবে নির্ভুলভাবে। এই হোম টেস্ট আবিষ্কার করেছেন ইরানের একজন গবেষক। এর ফলে কোভিড-১৯ ও ক্যান্সার নির্ণয় অনেক সহজ হয়ে যাচ্ছে।

পার্সটুডে'র তথ্য বলছে- কামিয়ার বেহরোজি নামে একজন ইরানি গবেষক কম খরচের বায়োসেন্সর প্রযুক্তি দিয়ে একটি নতুন উপকরণ আবিষ্কার করেছেন, যা এ সংক্রান্ত হোম টেস্টকে কোভিডের মতো ভাইরাসের প্রতি ১০০ গুণ বেশি সংবেদনশীল করে তোলে। এই ডায়াগনস্টিক পদ্ধতিটি প্রোস্টেট ক্যান্সার এবং সেপটিসেমিয়ার মতো অন্যান্য বিপজ্জনক রোগ নির্ণয়েও কার্যকর।

ইরানি গবেষক কামিয়ার বেহরোজি তার এই আবিষ্কার প্রসঙ্গে বলেছেন, এই সহজ ও কার্যকর পদ্ধতিটি বর্তমানে বিদ্যমান ডায়াগনস্টিক পদ্ধতিগুলোর তুলনায় অগ্রগামী, কারণ এটি অল্প সময়ের মধ্যে অত্যন্ত সঠিক ফলাফল প্রদান করতে পারে।

তিনি আরও বলেন, “দ্রুত পরীক্ষার প্রযুক্তিতে প্লাজমোনিক ন্যানো পার্টিকেল নামক ছোট কণা ব্যবহার করা হয় যা আলোর সাথে একটি নির্দিষ্ট উপায়ে বিক্রিয়া করে। পরীক্ষাটি সম্পাদন করার জন্য, ব্যবহারকারীকে প্রথমে রোগের সাথে সম্পর্কিত প্রোটিন ধারণকারী তরলের একটি ফোঁটা (যেমন মুখ বা নাকের সোয়াব) একটি ঝিল্লিতে রাখতে হবে। ফোঁটাটি শুকিয়ে যাওয়ার সাথে সাথে যেকোনো রোগের চিহ্ন ঘনীভূত হয়ে একটি বাদামী বলয়ে পরিণত হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের