শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

Radio Today News

চোখের খুশকি ও চুলকানি কী, এটি কেন ক্ষতিকর? চিকিৎসা জানালেন চক্ষু বিশেষজ্ঞ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৬, ১১ জুলাই ২০২৫

আপডেট: ২২:৪৮, ১১ জুলাই ২০২৫

Google News
চোখের খুশকি ও চুলকানি কী, এটি কেন ক্ষতিকর? চিকিৎসা জানালেন চক্ষু বিশেষজ্ঞ

চোখের চারপাশে অনেক সময় চুলকানি, খুশকি বা অস্বস্তি বোধ করেন কেউ কেউ। এ ধরনের সমস্যা হলে অধিকাংশ মানুষই তা স্বাভাবিক মনে করে এড়িয়ে যান। যা একদমই উচিত নয়। কেননা, ছোট ছোট সমস্যাই বড় ধরনের সমস্যার ইঙ্গিত দিয়ে থাক। এ জন্য আগেই সতর্ক হওয়ার কথা বলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

চোখের এ ধরনের সমস্যায় বিশেষজ্ঞরা বলে থাকেন, এটি ব্লেফারাইটিস নামের এক ধরনের চোখের বিপজ্জনক সমস্যা। এ ব্যাপারে ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন চক্ষু বিশেষজ্ঞ ডা. চন্দা গুপ্তা। তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক।

চোখের পাতা খুশকি কী:
চোখের পলকের গোড়ায় সাদা বা হলুদ রঙের খুশকির মতো অনেকেরই ফ্লেক্স দেখা দেয়। যাকে বলা হয় চোখের পাতার খুশকি। চোখের পাতার তেল গ্রন্থি বন্ধ হলে এ ধরনের সমস্যা হয়। এই গ্রন্থি বন্ধ হলে ডেমোডেক্স মাইট অতিরিক্ত মাত্রায় জন্মায়।

কেন এটি চোখের জন্য ক্ষতিকর:
ব্লেফারাইটিসের সমস্যায় নিয়মিত চিকিৎসা করানো না হলে স্থায়ীভাবে চোখে জ্বালা হতে পারে। সংক্রমণ হতে পারে। কর্নিয়ার ক্ষতিও হয়ে থাকে। এ রোগের কারণে ড্রাই আই সিনড্রোম বা চোখের পানির উৎপাদন বা পানি কমে যাওয়া, সংক্রমণ বা ব্যাকটেরিয়া জমে কনজাংটিভাইটিস হওয়া এবং দৃষ্টিশক্তির ক্ষতি হওয়া বা প্রদাহ থাকলে কর্নিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার মতো ঘটনা ঘটতে পারে।

কখন ডাক্তারের কাছে যাবেন:
চোখের পাপড়িতে যদি ফ্লেক্স বা খুশকি, চোখ চুলকানি ও লাল ভাব দেখেন, ঘুম থেকে উঠার পরও চোখের পাতা লেগে যায়, পাতা খুলতে সমস্যা হয়, চোখ জ্বালা করে বা চোখের ওপর কোনো শুকনো আবরণ তৈরি হয়, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

চিকিৎসা ও প্রতিকার কী:
চোখের পাতার স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে। অর্থাৎ, প্রতিদিন চোখের পাতা পরিষ্কার করতে হবে, হালকা বেবি শ্যাম্পু ও গরম পানি ব্যবহার করুন। হালকা গরম পানির সেঁক নিন। এতে তৈলাক্ত গ্রন্থিগুলো খুলে যায় ও চোখের জ্বালাপোড়া কমে। ওষুধ প্রয়োগ করুন, অ্যান্টিবায়োটিক মলম ও স্টেরয়েড ড্রপ ব্যবহারে আরাম পাওয়া যায়। ডেমোডেক্স চিকিৎসা বা চা গাছের তেল সমৃদ্ধ আইলিড ক্লিনজার ব্যবহার করুন। চোখে কোনো ধরনের মেকআপ করা যাবে না। কেননা, চোখের মেকআপ এই রোগ বাড়াতে পারে, বিশেষ করে আইলাইনার ও মাসকারা সমস্যা প্রকট করতে পারে।

চোখের যত্ন:
প্রতিদিন ভালো করে চোখ পরিষ্কার করুন। পুরোনো মেকআপ বা লেন্স ব্যবহার করা যাবে না। চোখে হাত দেয়া থেকে বিরত থাকুন। চোখের স্বাস্থ্য রক্ষায় ইউভি প্রোটেকশন সানগ্লাস ব্যবহার করুন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের