বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫,

১৯ আষাঢ় ১৪৩২

বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫,

১৯ আষাঢ় ১৪৩২

Radio Today News

অটোরিকশা ডিজাইনের ব্যাগ আনল লুই ভিতোঁ, দাম শুনে নেটিজেনদের চোখ কপালে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:০৫, ৩ জুলাই ২০২৫

আপডেট: ১৫:১০, ৩ জুলাই ২০২৫

Google News
অটোরিকশা ডিজাইনের ব্যাগ আনল লুই ভিতোঁ, দাম শুনে নেটিজেনদের চোখ কপালে

ফ্যাশনপ্রিয় নারীদের জন্য প্রতিটি পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ বাছাই এক বিশেষ মাথাব্যথা। সেই ফ্যাশনসচেতনদের কথা মাথায় রেখে ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড ‘লুই ভিতোঁ’ এবার বাজারে এনেছে এক অভিনব ডিজাইনের ব্যাগ। যেটি দেখতে অটোরিকশার মতো!

চলতি বছরের স্প্রিং সামার কালেকশনে নতুন এই ব্যাগটি সংযোজন করেছে প্রতিষ্ঠানটি। দেখতে একেবারে অটোরিকশার আদলে তৈরি এই ব্যাগটির রঙ ও টেক্সচার রাখা হয়েছে ব্র্যান্ডটির স্বাক্ষর 'মোনোগ্রাম' লেদারের মতো। হ্যান্ডব্যাগটিতে চেন রয়েছে এবং এটি পুরোপুরি তৈরি হয়েছে প্রিমিয়াম চামড়ায়। তবে সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর মূল্য ৩৫ লাখ টাকা!

এদিকে ব্যাগটি বাজারে আসতেই তা ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কেউ বিস্ময় প্রকাশ করছেন, কেউ ঠাট্টা করছেন, আবার কেউ ক্ষোভ ঝাড়ছেন।

একজন ব্যবহারকারী ব্যঙ্গ করে লিখেছেন, ‘এটা কি কেউ সত্যিই কিনবে?’ আরেকজন লিখেছেন, ‘লোকাল কারিগরদের দিয়ে যদি এমন কিছু বানানো যেত, হয়তো অনেক কম দামে হতো!’ অনেকে আবার মন্তব্য করেছেন, ‘যে যানটি মধ্যবিত্তের নিত্যদিনের সঙ্গী, সেটিকে বিলাসবহুল করে তুলে যেন তাদের কষ্টটাকেই হাস্যকর করে দেওয়া হয়েছে।’

এটাই প্রথম নয়, এর আগেও ব্যতিক্রমী ব্যাগ ডিজাইন করে চর্চায় এসেছে লুই ভিতোঁ। তবে অটোরিকশা আকৃতির এই ব্যাগ যেন নতুন এক মাত্রা যোগ করেছে বিতর্কে।

একদিকে অদ্ভুত নকশা, অন্যদিকে চড়া মূল্য- সব মিলিয়ে এই ব্যাগ নিয়ে আলোচনার যেন শেষ নেই।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের