শুক্রবার,

০৪ জুলাই ২০২৫,

১৯ আষাঢ় ১৪৩২

শুক্রবার,

০৪ জুলাই ২০২৫,

১৯ আষাঢ় ১৪৩২

Radio Today News

১ লাখ শিক্ষক নিয়োগের আবেদন স্থগিতের কারণ জানা গেলো

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৯, ৩ জুলাই ২০২৫

Google News
১ লাখ শিক্ষক নিয়োগের আবেদন স্থগিতের কারণ জানা গেলো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) অধীনে এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আলোকে এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের আবেদন চলছে। তবে আজ বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টা থেকে ফরম পূরণ ও জমাদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এনটিআরসির আবেদনসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে কখন থেকে আবার আবেদন কার্যক্রম চালু হবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ সম্পন্ন হওয়ার পর পুনরায় আবেদন চালু হলে তা সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২২ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন চলার মধ্যেই হঠাৎ এই সিদ্ধান্ত জানাল কর্তৃপক্ষ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের