শুক্রবার,

২৩ মে ২০২৫,

৯ জ্যৈষ্ঠ ১৪৩২

শুক্রবার,

২৩ মে ২০২৫,

৯ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

প্রথম দেখাতেই ছবিতে কী দেখতে পাচ্ছেন? উত্তরই বলে দেবে আপনি কেমন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:১৪, ২২ মে ২০২৫

Google News
প্রথম দেখাতেই ছবিতে কী দেখতে পাচ্ছেন? উত্তরই বলে দেবে আপনি কেমন

অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম ছবি-ভিডিও এখন ব্যাপক জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো মানুষরা প্রায়ই দৃষ্টিভ্রম ছবি বা ভিডিও নিয়ে সময় কাটিয়ে থাকেন। একটি মাত্র ছবি বা ভিডিও হওয়ার পরও সবসময় এর উত্তর আলাদা হয়ে থাকে। ব্যক্তিভেদে উত্তর আলাদা হওয়ায় এর প্রতি নেটিজেনদের আগ্রহী একটু বেশিই দেখা যায়।

দৃষ্টিভ্রম ছবি-ভিডিওগুলো থেকে মানুষের মানসিক ভাবনা কিংবা ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়। মনোবিদদের মনে, একজন ব্যক্তি কেমন মনের মানুষ, সেটি তার ভাবনাতে স্পষ্টভাবে ফুটে উঠে। আবার চোখেরও পরীক্ষা হয়। কখনো কখনো তো মস্তিষ্কের চর্চা হয় বলেও বিশ্বাস করা হয়। এতে অবশ্য মেধার বিকাশ ঘটে। তবে সব ক্ষেত্রে যে এসব সঠিক হবে, তা কিন্তু নয়। অনেক সময় এটি বিশ্বাসযোগ্য নাও হতে পারে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দৃষ্টিভ্রম ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে একটি মাত্র ছবিতে তিনটি বিষয় লুকিয়ে রয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবিটিতে প্রথম দেখাতে আপনি কী দেখতে পাচ্ছেন―তার উত্তরই বলে দেবে আপনার মন-মানসিকতা কেমন। এবার তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক।

প্রথম দেখাতে ধানের শিস দেখলে: প্রথম দেখাতেই যদি আপনি ধানের শিস দেখতে পান, তাহলে আপনি একজন চুপচাপ স্বভাবের মানুষ। অনেকটা মুখচোরা। শান্তিতে থাকতে পছন্দ করেন। সবসময় নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসেন। নিজের ক্যারিয়ার ও এগিয়ে চলাকে বেশি গুরুত্ব দেন। আবার খুঁটিনাটি নানা বিষয়ে মনোযোগী এবং একজন ভালো শ্রোতা।

প্রথমেই যদি রাজহাঁস দেখেন: ছবিতে তাকানোর পর প্রথম দেখাতেই যদি রাজহাঁস দেখতে পান, তাহলে আপনি অনেক বেশি বহির্মুখী। অর্থাৎ, বাইরের মানুষদের মিশতে ভীষণ পছন্দ করেন। আড্ডা দেয়া, গল্প করা, হইচই করতে পছন্দ করেন। বন্ধুত্বপূর্ণ ও নতুন মানুষদের সঙ্গে মিশতে আগ্রহী থাকেন। সামাজিকীকরণ থেকে কাজের শক্তি সঞ্চয় করেন। তবে কখনো কাজের চাপ পছন্দ করেন না। এছাড়া ব্যক্তিজীবনের সীমানা রক্ষা করার কৌশলও জানেন।

প্রথম দেখায় নারীর মুখ দেখতে পেলে: প্রথম দেখাতে যদি নারীর মুখ দেখতে পান, তাহলে এটা স্পষ্ট―আপনি একজন দ্বিধাগ্রস্ত মানুষ। সবসময় দ্বিধায় থাকেন। আপনার উল্লেখিত উভয় ধরনের মিশ্রণ রয়েছে। এ ধরনের মানুষকে অ্যাম্বিভার্ট বলা হয়। এ স্বভাব-বৈশিষ্ট্যের মানুষরা নিজেকে বিভিন্ন পরিস্থিতিতে সহজেই মানিয়ে নিতে পারেন। তারা সবসময় শান্ত থাকেন এবং অপ্রয়োজনীয় দ্বন্দ্ব-জটিলতা এড়িয়ে যান। সহজেই ক্ষমা করে দেন তারা। এদের মধ্যে প্রচুর ইতিবাচক দিক রয়েছে এবং তারা সবসময় অন্যের ভালো চান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের