সোমবার,

০৭ জুলাই ২০২৫,

২২ আষাঢ় ১৪৩২

সোমবার,

০৭ জুলাই ২০২৫,

২২ আষাঢ় ১৪৩২

Radio Today News

কানাডার সর্বোচ্চ গোলদাতাকে ফ্রিতেই দলে ভেড়াল জুভেন্টাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫, ৬ জুলাই ২০২৫

Google News
কানাডার সর্বোচ্চ গোলদাতাকে ফ্রিতেই দলে ভেড়াল জুভেন্টাস

ইতালির ক্লাব জুভেন্টাসের সাথে পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন কানাডিয়ান ফরোয়ার্ড জোনাথন ডেভিড। ফরাসি ক্লাব লিলির সাথে পাঁচ বছরের চুক্তি শেষ হয়ে যাবার পর ফ্রি ট্রান্সফার সুবিধায় তুরিনের ক্লাবটিতে যোগ দিয়েছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। 

কানাডা জাতীয় দলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ডেভিড ৬৭ ম্যাচে করেছেন ৩৬ গোল। রেকর্ড ৩৬ বারের সিরি আ চ্যাম্পিয়ন দলটিতে প্রতি মৌসুমে চুক্তি বাবদ ৬ মিলিয়ন ইউরো পাবেন। সাথে বোনাস ও অন্যান্য সুবিধাসহ আরো ২ মিলিয়ন ইউরো আয় করবেন। 

জুভেন্টাসের নতুন জেনারেল ম্যানেজার ডেমিয়েন কোমোলির অধীনে এটাই গ্রীষ্মকালীন ট্রান্সফার মার্কেটে ইতালিয়ান জায়ান্টদের এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি। এর আগে গত মাসে কোমোলি নিশ্চিত করেছেন কোচ হিসেবে ইগোর টুডোই দলের সাথে থাকছেন। 

জুভেন্টাস ছাড়ার ঘোষণা দিয়েছেন দলের তারকা স্ট্রাইকার ডুসান ভ্লাহোভিচ। যে কারনে ফরোয়ার্ড দলভূক্তির বিষয়টি উপর বেশ জোর দিয়েছে তারা। ২৫ বছর বয়স ডেভিড গত মৌসুমে লিলির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৪৯ ম্যাচে ২৫টি গোল ছাড়াও ১২টি অ্যাসিস্ট করেছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের