সোমবার,

০৭ জুলাই ২০২৫,

২২ আষাঢ় ১৪৩২

সোমবার,

০৭ জুলাই ২০২৫,

২২ আষাঢ় ১৪৩২

Radio Today News

আমারটা ক্যানসেল করিয়ে আমার সহকর্মী দুটি অ্যাওয়ার্ড নেন— তানজিন তিশা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১০, ৬ জুলাই ২০২৫

আপডেট: ২২:১১, ৬ জুলাই ২০২৫

Google News
আমারটা ক্যানসেল করিয়ে আমার সহকর্মী দুটি অ্যাওয়ার্ড নেন— তানজিন তিশা

আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের উপস্থাপনায় নিউ ইয়র্কে সম্প্রচারিত টকশোতে অংশ নিয়ে নিজের পেশাগত জীবনের এক নির্মম অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী তানজিন তিশা। অনুষ্ঠানে প্রথম অতিথি হিসেবে হাজির হয়েই তিনি জানালেন, কীভাবে এক সিনিয়র সহকর্মী তার প্রাপ্য একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে কৌশলে বাতিল করিয়ে নিজেই দুটি পুরস্কার নিয়ে নেন।

জায়েদ খানের প্রশ্ন ছিল, “কোনো সহকর্মীর আচরণে তুমি মর্মাহত হয়েছিলে?” — উত্তরে তানজিন তিশা বলেন, ‘এক সিনিয়র সহকর্মী বলেছিলেন, আমি যদি অ্যাওয়ার্ড পাই, তাহলে তিনি নেবেন না। এরপর তিনি কর্তৃপক্ষকে প্রভাবিত করে আমার অ্যাওয়ার্ডটা ক্যানসেল করিয়ে দেন। অনুষ্ঠানের দিন আমাকে ফোন করে জানানো হয়, ‘তুমি অ্যাওয়ার্ড পাচ্ছ না।’ পরে দেখি ওই দুইটা অ্যাওয়ার্ডই তিনি নিয়ে গেছেন।’

তানজিন তিশা আরও বলেন, ‘এটা নিয়ে আমি আগে কখনো কিছু বলিনি, এবার প্রথমবারের মতো বলছি। হয়তো তিনি ভেবেছেন, দুটি অ্যাওয়ার্ড তার প্রাপ্য। আমি যেকোনো সহকর্মীকে ভালোভাবে জানার চেষ্টা করি, ওপরে ওপরে বন্ধুত্ব করি না। সে কারণে ঘটনাটি আমাকে শক করেছিল।’

তিশা কোনো সহকর্মীর নাম উল্লেখ না করলেও তার বক্তব্যে ইঙ্গিত ছিল স্পষ্ট। তিনি বলেন, ‘আমি যেটা অনুভব করি, সেটা আমার মুখে স্পষ্ট হয়ে ওঠে। আমি নাটক করি, বাস্তব জীবনেও অভিনয় করি না। কিন্তু এটা ঠিক, যিনি এমনটা করেছেন, তিনি হয়তো ভেবেছেন, তিনি সত্যিই ডিজার্ভ করেন। ঠিক আছে, ভালো তো!’

অনুষ্ঠানটি সম্প্রচারিত হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় আলোচনা শুরু হয়েছে। অনেকেই অনুমান করছেন, তিশার ইঙ্গিত কোন শিল্পীর দিকে—যদিও তিনি এখনো সরাসরি নাম প্রকাশ করেননি।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের