
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত পারফর্মেন্সের পর বাংলাদেশের সিরিজে সমতা ফেরানোর দৃশ্য ছিল রোমাঞ্চকর। প্রথম ম্যাচে বিপর্যস্তের পর দ্বিতীয় ম্যাচটি ছিল বাংলাদেশ দলের জন্য অতি গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত তানভীর ইসলামের অসাধারণ ঘূর্ণির ফলে ১৬ রানে সিরিজে সমতা ফিরিয়ে আনল টাইগাররা।
শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। শুরুতে কিছুটা বিপদে পড়লেও পারভেজ হোসেন ইমন এবং তাওহীদ হৃদয়ের সাহসী ইনিংস বাংলাদেশের স্কোরবোর্ডকে শক্তিশালী করে। ইমন ৬৭ রান করে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি পূর্ণ করেন, আর হৃদয়ও ৫১ রান করে হাফ-সেঞ্চুরি তুলে নেন। তবে শেষদিকে তানজিম হাসান সাকিবের ৩৩ রানের ক্যামিও বাংলাদেশকে ২৪৮ রানে পৌঁছে দেয়।
বাংলাদেশের নির্ধারিত রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরু থেকেই চাপের মধ্যে ছিল। তানভীর ইসলামের বলেই একে একে কুশাল মেন্ডিস, মাদুশকা, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, এবং দুনিথ ভেল্লালাগে আউট হয়ে ফিরে যান। বাংলাদেশের সেরা স্পিনার তানভীর ইসলাম শ্রীলঙ্কার মধ্যমনা ব্যাটিং লাইনআপে ভয়াবহ ঢেউ তুলে দেন, ৫ উইকেট তুলে নিয়ে দলকে জয় এনে দেন।
কিন্তু শ্রীলঙ্কার লিয়ানাগ ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে এনে ফেলেছিলেন। তার সঙ্গী হিসেবে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, যিনি ১৬ রান করেন। তবে মোস্তাফিজুর রহমানের গুরুত্বপূর্ণ উইকেট শিকারই শ্রীলঙ্কার শেষ আশাটুকু শেষ করে দেয়।
তানভীর ইসলাম বাংলাদেশের বোলিং আক্রমণের অন্যতম বড় নাম হিসেবে উঠে আসেন। তার দুর্দান্ত স্পিন ঘূর্ণির জন্য ৫ উইকেট শিকার করে তিনি বাংলাদেশকে ম্যাচে এগিয়ে নিয়ে যান। মোস্তাফিজুর রহমান এবং মেহেদী হাসান মিরাজও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার জয় আশা ধ্বংস করেন।
এর মধ্য দিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়ে আনা বাংলাদেশ দলের জন্য একটা বড় প্রাপ্তি। ২৪৮ রানে অলআউট হয়ে শ্রীলঙ্কা ১৬ রানে পরাজিত হয়। এখন তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে তাকিয়ে থাকবে সবাই, যেখানে বাংলাদেশের পরবর্তী পারফর্মেন্স বিশ্ব ক্রিকেটে আরও আলোড়ন তুলবে।
রেডিওটুডে নিউজ/আনাম