
এএফসি এশিয়ান কাপে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার পর দেশে ফিরছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। এই ঐতিহাসিক অর্জনের জন্য তাদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে সময়টি কিছুটা ব্যতিক্রম। আজ (রোববার) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান।
নারী দল আজ সন্ধ্যায় মিয়ানমার ছাড়বে। থাইল্যান্ড হয়ে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রাত দেড়টার দিকে। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে তারা রাত আড়াইটায় পৌঁছাবে সংবর্ধনার মঞ্চে।
মধ্যরাতে এমন আয়োজনের পেছনে রয়েছে সময়ের সীমাবদ্ধতা। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার ভোরেই ভুটানে পাড়ি জমাবেন। আরও তিনজন ফুটবলারও যাবেন দুদিন পর। তাই পুরো দল একসঙ্গে থাকতেই রাতেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বাফুফে।
তবে এমন সময় সংবর্ধনার আয়োজন করায় সমালোচনার মুখে পড়েছে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। প্রশ্ন উঠেছে, দীর্ঘ ভ্রমণ শেষে ক্লান্ত মেয়েদের বিশ্রামের সুযোগ না দিয়ে মধ্যরাতে অনুষ্ঠানের আয়োজন কতটা যুক্তিসঙ্গত? নিরাপত্তা ও শারীরিক চাপের বিষয়টিও সামনে আনছেন সমর্থকরা।
রেডিওটুডে নিউজ/আনাম