
চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে জাপান-বিরোধী প্রতিরোধ যুদ্ধ ও বিশ্ব ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধ বিজয়ের ৮০তম বার্ষিকীর থিম প্রদর্শন এবং অসামান্য সাহিত্য ও শৈল্পিক কাজ ও কার্যকলাপের তথ্য উপস্থাপন করেছে।
চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি’র উপ-পরিচালক ওয়াং সিয়াও চেন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সিএমজি সক্রিয়ভাবে আন্তর্জাতিক প্রচার দক্ষতা উন্নত করেছে এবং সম্প্রচারিত বিদেশি ভাষার সংখ্যা ৮২টিতে পৌঁছেছে, বিশ্বে সবচেয়ে বেশি ভাষা সম্প্রচারকারী আন্তর্জাতিক মূলধারা গণমাধ্যমে পরিণত হয়েছে। আন্তর্জাতিক চ্যানেলের বিদেশি চুক্তি স্বাক্ষরকারী দেশ ও অঞ্চলের সংখ্যা ২০০টি ছাড়িয়ে গেছে, এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭০ কোটি।
তিনি জানান, সিএমজি ৮২টি ভাষা ও ১৯২টি বিদেশি প্রেস স্টেশনের সুবিধা কাজে লাগিয়ে মূল বিষয়বস্তুর পূর্ণ মিডিয়া কভারেজ অর্জন করবে, বহু-চ্যানেল, ত্রিমাত্রিক বহিরাগত যোগাযোগ ও প্রচার কাঠামো তৈরি করবে, বিশ্বকে চীনা গল্প এবং চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধের গল্প বলবে।
রেডিওটুডে নিউজ/আনাম