
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করতে ডেঙ্গু প্রতিরোধী উপকরণ দিয়েছে চীন সরকার। বাংলাদেশে ডেঙ্গুর ভয়াবহতা মোকাবেলায় সহযোগিতা করতে স্বাস্থ্য অধিদপ্তরকে এসব উপকরণ হস্তান্তর করল চীনা দূতাবাস।
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের কাছে ১৯ হাজার কিট তুলে দেন
বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউইন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লিউ ইউইন বলেন, বাংলাদেশ চীনের গুরুত্বপূর্ণ অংশীদার। অন্য খাতের মতো স্বাস্থ্যখাতে চীন বিশেষ সহায়তা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, প্রযুক্তির কল্যাণে চীন এখন বিশ্বের প্রকৃত উৎপাদন হাবে পরিণত হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম