
পৃথিবী ও চাঁদের বেশ কিছু নতুন ছবি প্রকাশ করেছে চীনের জাতীয় মহাকাশ প্রশাসন। মঙ্গলবার চীনের থিয়ানওয়েন-২ প্রোবের তোলা এই ছবিগুলো প্রকাশ করে সংস্থাটি।
এই ছবিগুলো প্রোবের ন্যারো-ফিল্ড-অফ-ভিউ নেভিগেশন সেন্সর দিয়ে ধারণ করা হয়েছে, যা মহাকাশে এর চমৎকার কার্যকারিতা প্রমাণ করে।
প্রকাশিত ছবিগুলোর মধ্যে একটি ছবি পৃথিবীকে প্রায় ৫ লাখ ৯০ হাজার কিলোমিটার দূর থেকে ধারণ করা হয়েছে। অপর আরেকটি ছবিতে চাঁদকে প্রায় একই দূরত্ব থেকে তোলা হয়েছে।
এই ছবিগুলো পৃথিবীতে পাঠানোর পর গবেষকরা সেগুলোকে প্রক্রিয়াজাত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করেছেন।
রেডিওটুডে নিউজ/আনাম