
নির্বাচনের আগে বিচার, প্রশাসনিক সংস্কার ও পিআর পদ্ধতি বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার (৭ জুলাই) সকালে আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশের প্রস্তুতি ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন পেছানোর কোনো দাবি জামায়াতের নেই, তবে লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
গোলাম পরওয়ার দাবি করেন, জুলাই ঘোষণাপত্রে উল্লিখিত সাত দফা বাস্তবায়নেই তৈরি হবে সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই জনসভা সফল হবে। ইতোমধ্যে মূল মঞ্চ, ওজু, টয়লেট ও মেডিকেল ক্যাম্পের স্থান নির্ধারণসহ প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশের আগে আরও দুই-এক বার স্থান পরিদর্শনের কথাও জানান তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম