মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

Radio Today News

জুনে মূল্যস্ফীতি কমে ৮.৪৮ শতাংশ, খাদ্যে দুই বছরের মধ্যে সর্বনিম্ন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৭, ৭ জুলাই ২০২৫

Google News
জুনে মূল্যস্ফীতি কমে ৮.৪৮ শতাংশ, খাদ্যে দুই বছরের মধ্যে সর্বনিম্ন

দেশে মূল্যস্ফীতি ৮.৪৮ শতাংশে নেমে এসেছে। এছাড়াও গত দুই বছরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি সর্বনিম্ন পর্যায়ে নেমে ৭.৩৯ শতাংশে দাঁড়িয়েছে। সোমবার (০৭ জুলাই) এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
 
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে   লিখেছেন, “অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে।”

শফিকুল আলম জানান, জুন ২০২৫ মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি ৮.৪৮ শতাংশে নেমে এসেছে, যা ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় প্রায় ২ শতাংশ কম। এ সময় খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৭.৩৯ শতাংশে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। খাদ্য বহির্ভূত খাতেও মূল্যস্ফীতি কমার ধারা দেখা যাচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের