মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

Radio Today News

জুলাইয়ের প্রথম ৬ দিনে রেমিট্যান্সে চমক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৭, ৭ জুলাই ২০২৫

Google News
জুলাইয়ের প্রথম ৬ দিনে রেমিট্যান্সে চমক

চলতি জুলাই মাসের প্রথম ছয় দিনেই দেশের রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাইয়ের প্রথম ছয় দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৪২৭ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৩৪ শতাংশ বেশি।

২০২৩ সালের জুলাইয়ের প্রথম ছয় দিনে রেমিট্যান্স এসেছিল ৩৭১ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২৪-২৫ অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে এমন গতিময় সূচনা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে এবং টাকার বিনিময় হার ও বাজার স্থিতিশীল রাখতে সহায়ক হবে।

এর আগে, সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী আয়ে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। প্রবাসী বাংলাদেশিরা মোট ৩০.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ।

চলতি মাসের এই রেমিট্যান্স আগের অর্থবছরের (২০২২-২৩) ২৩.৯১ বিলিয়ন ডলারের চেয়ে ২৬.৮০ শতাংশ বেশি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের