মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

Radio Today News

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার দায়িত্ব স্থগিত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৪, ৭ জুলাই ২০২৫

Google News
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার দায়িত্ব স্থগিত

দুর্নীতি, ঘুষবাজি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (৭ জুলাই) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিষদের ১৪ জন সদস্যের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে তদন্ত চলাকালে পরিষদের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—পরিষদ সদস্যদের অবমূল্যায়ন, অসদাচরণ, শিক্ষক বদলি বাণিজ্য, আত্মীয় নিয়োগ, প্রকল্প বাস্তবায়নে ঘুষ গ্রহণ, এবং সরকারি বরাদ্দ আত্মসাৎ।

পরিষদের একাধিক সদস্য জানান, গত শনিবার (৫ জুলাই) ঢাকায় মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার কাছে জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব পেশ করেন তারা। এক সদস্য বলেন, “চেয়ারম্যান পরিষদ গঠনের পর থেকেই এককভাবে ক্ষমতা ব্যবহার শুরু করেন। তিনি পরিষদের অনুমোদন ছাড়া সাতজন আত্মীয়কে বিভিন্ন পদে নিয়োগ দেন, যার প্রতিবাদ করলে এক কর্মকর্তাকে ওএসডি করা হয়।”

সদস্যদের অভিযোগ, পার্বত্য মন্ত্রণালয় থেকে আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দ পাওয়া তহবিলের অর্থ এবং বন্যার ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন সহায়তা আত্মসাৎ করেছেন জিরুনা ত্রিপুরা। এছাড়া বিভিন্ন প্রকল্পে ইচ্ছামতো নিয়োগ দিয়েছেন এবং ঠিকাদারি বিল ছাড়ের ক্ষেত্রে আড়াই শতাংশ, জামানতের অর্থ ফেরতের ক্ষেত্রে দেড় শতাংশ হারে ঘুষ গ্রহণ করেছেন।

এক সদস্য বলেন, “তিনি শুধু ঘুষ নেননি, বরং যেসব অসহায়-দুস্থদের জন্য তহবিল বরাদ্দ ছিল, সেসব অর্থ ৬% কমিশনের বিনিময়ে ছাড় করেছেন। এতে পরিষদের সদস্যদের সম্মানও প্রশ্নবিদ্ধ হয়েছে।”

চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, গত ৭ নভেম্বর গঠিত অর্ন্তবর্তীকালীন পরিষদে জিরুনা ত্রিপুরা চেয়ারম্যান হিসেবে এবং ১৪ জন সদস্য মনোনীত হন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের