মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

Radio Today News

দেশের বাজারে স্বর্ণ ও রূপার নতুন দাম নির্ধারণ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:০৮, ৭ জুলাই ২০২৫

Google News
দেশের বাজারে স্বর্ণ ও রূপার নতুন দাম নির্ধারণ

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।  সোমবার ( ০৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে সংগঠনটি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। এমতাবস্থায় ৭ জুলাই বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সর্বসম্মতিক্রমে মঙ্গলবার (৮ জুলাই)  থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য নিম্নরূপ হারে নির্ধারণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারটের ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৬২২ টাকা। সেই হিসেবে ১ ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা। 

২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ১৩ হাজার ৯৫৭ টাকা। সেই হিসেবে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা।

ঘোষিত মূল্য অনুযায়ী ১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ১১ হাজার ৯৬৪ টাকা। সেই হিসেবে প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৯ হাজার ৫৪৮টাকা।

এছাড়াও সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৮৯৩ টাকা। সেই হিসেবে ১ ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৯১ টাকা।

অন্যদিকে ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪১ টাকা। সেই হিসেবে এই মানের এক ভরি রূপার দাম দাঁড়িয়েছে ২ হাজার ৮১১ টাকা। 

২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩০ টাকা। সেই হিসেবে একই মানের ১ ভরি রূপার দাম দাঁড়িয়েছে ২ হাজার ৬৮২ টাকা।

১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য ১৯৭ টাকা। সেই হিসেবে এক ভরি রূপার দাম হয়েছে ২ হাজার ২৯৭টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪৮ টাকা। সেই হিসেবে এই মানের এক ভরি রূপার দাম হয়েছে ১ হাজার ৭২৬টাকা।   

পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে স্বর্ণ ও রূপার এই বিক্রয় মূল্য কার্যকর থাকবে জানিয়ে বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণ ও রূপার বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার কর্তৃক নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস কর্তৃক নির্ধারিত নূন্যতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের