মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

Radio Today News

দালাই লামা ইস্যুতে ভারতের ওপর চটেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৫, ৭ জুলাই ২০২৫

Google News
দালাই লামা ইস্যুতে ভারতের ওপর চটেছে চীন

ভারতে নির্বাসিত তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থানে প্রতিবেশী দুই দেশ ভারত ও চীন। বেইজিং আগেই জানিয়েছিল, নিয়মমতো করে দালাই লামা বেছে নেবে তারা। কিন্তু ভারত মত দিয়েছে বর্তমান দালাই লামার পক্ষেই। অর্থাৎ নিজেদের মতো করে দালাই লামা বেছে নেওয়ার প্রক্রিয়াকে সমর্থন করেছে নয়াদিল্লি। এবার আরও এক ধাপ এগিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমান দালাই লামাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এ কারণে এবার চটেছে চীন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, এবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে আপত্তি জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বর্তমান দালাই লামাকে শুভেচ্ছা জানানোর ব্যাপারটি ভালোভাবে দেখেনি তারা। এমনকি হিমাচল প্রদেশের ধর্মশালায় দালাই লামাকে ঘিরে আয়োজিত উৎসবে ভারত সরকারের মন্ত্রীদের ছুটে যাওয়ারও নিন্দা জানিয়েছে দেশটি। 

এ ছাড়া বেইজিং অভিযোগ করে বলেছে, দালাই লামা ইস্যুকে কেন্দ্র করে ভারত চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাইছে।  

আজ সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘ভারতের উচিত জিজাং-সম্পর্কিত বিষয়গুলোর সংবেদনশীলতাকে সম্পূর্ণরূপে উপলব্ধি করা এবং ১৪তম দালাই লামার বিচ্ছিন্নতাবাদী-বিরোধীতাকে আমলে নেওয়া। এ ছাড়া জিজাং-সম্পর্কিত বিষয়গুলোতে চীনের প্রতি তাদের প্রতিশ্রুতিকে সম্মান জানানো উচিত।’

দালাই লামা চীনের জিজাং প্রদেশকে আলাদা করার প্রয়াস চালাচ্ছে বলে অভিযোগ বেইজিংয়ের। তাদের দাবি, এ জন্য ধর্মকে পুঁজি ঢাল হিসেবে ব্যবহার করছে তারা।

এর আগে সম্প্রতি একটি ভিডিও বার্তায় দালাই লামা জানিয়েছেন, তাঁর অবর্তমানে পরবর্তী দালাই লামাকে বেছে নেওয়া হবে। তাঁর পুনর্জন্মকে খোঁজা এবং শনাক্ত করার প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে গাহদেন ফোড্রাং ফাউন্ডেশনের অধীনে হবে এবং এই বিষয়ে অন্য কারও হস্তক্ষেপ করার অধিকার নেই।

দালাই লামার এই ঘোষণার পর বেইজিং তাদের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় স্পষ্ট করে দিয়েছে যে, তারা ওই সিদ্ধান্তকে মানতে নারাজ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে বেইজিং দালাই লামার বিবৃতি প্রত্যাখ্যান করে বলেছে, তার উত্তরসূরি বাছাইয়ের বিষয়ে চীন সরকারের অনুমোদন প্রয়োজন। দালাই লামার উত্তরসূরিকে অবশ্যই চীনা আইন ও বিধিবিধানের পাশাপাশি তাদের ধর্মীয় আচার ও ঐতিহাসিক রীতিনীতি মেনে চলতে হবে।

এরপর ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বললেন, ‘দালাই লামার পদবি শুধুমাত্র তিব্বতীয়দের জন্য গুরুত্বপূর্ণ–এমন নয়, এটি সারা বিশ্বে তাঁর যেসব অনুসারী রয়েছেন, তাদের কাছেও এটি বেশ গুরুত্ব বহন করে। তাঁর উত্তরসূরি বেছে নেওয়ার ক্ষেত্রে তিনিই সিদ্ধান্ত নেবেন, এটাই তার অধিকার।’

দালাই লামার ৯০তম জন্মদিনে অংশ নিতে ভারত সরকারের পক্ষ থেকে ধর্মশালায় গিয়েছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ও জনতা দলের (ইউনাইটেড) নেতা লাল্লান সিং। ওই সময় রিজিজু বলেন, ‘এটি সত্যিকার অর্থে একটি ধর্মীয় অনুষ্ঠান।’ 

বার্তা সংস্থা এএফপি বলছে, এটি তিব্বতের মানুষের জন্য গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত। কারণ, অনেকেই আশঙ্কা করছিলেন, তাঁরা ভবিষ্যতে নেতৃত্বহীন হয়ে পড়বেন। একই সঙ্গে বিশ্বজুড়ে যাঁরা দালাই লামাকে অহিংসা, করুণা এবং চীনের শাসনাধীন তিব্বত অঞ্চলের সাংস্কৃতিক অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামের প্রতীক হিসেবে দেখেন, তাঁদের কাছেও ঘোষণাটি গুরুত্বপূর্ণ।

বর্তমান দালাই লামার নাম তেনজিন গিয়াৎসো। তিব্বতীয় বৌদ্ধ বিশ্বাস অনুযায়ী, তিনি দালাই লামার চতুর্দশ পুনর্জন্ম।

তিব্বত চীনের ভেতরে অবস্থিত এক বিশাল উচ্চভূমি। এর আকার প্রায় দক্ষিণ আফ্রিকার সমান। দালাই লামা তিব্বতের জন্য ব্যাপক আকারে স্বায়ত্তশাসন নিশ্চিত করার দাবিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই কারণে তাঁর অনুসারীরা তাঁর প্রশংসা করে থাকেন।

১৯৫৯ সালে তিব্বতের রাজধানী লাসায় চীনা সেনারা এক বিদ্রোহ দমন করার পর দালাই লামা এবং হাজার হাজার তিব্বতি ভারতে চলে যান। সেখানেই তাঁরা দীর্ঘদিন ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ‘দালাই লামা’ তিব্বতের ধর্মগুরুর পদবী। তিব্বতে বৌদ্ধধর্মের ‘গেলুগ’ নামের যে শাখাটি প্রচলিত আছে, তার প্রধান ধর্মগুরুকে দালাই লামা নামে অভিহিত করা হয়। মোঙ্গলীয় ভাষায় ‘দালাই’ শব্দের অর্থ সমুদ্র আর সংস্কৃত ‘লামা’ শব্দের অর্থ গুরু বা আধ্যাত্মিক শিক্ষক। অর্থাৎ দালাই লামা শব্দটির পূর্ণ অর্থ দাঁড়ায় এমন এক শিক্ষক, যার জ্ঞান বা আধ্যাত্মিকতা সমুদ্রের মতোই গভীর। 

অন্যদিকে দালাই লামাদের নামের সাথে গিয়াৎসু শব্দটি যুক্ত থাকে। যেমন বর্তমান দালাই লামার নাম তেনজিন গিয়াৎসু। তিব্বতীয় ভাষায় এই ‘গিয়াৎসু’ শব্দের অর্থও সমুদ্র।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের