শনিবার,

০৫ জুলাই ২০২৫,

২০ আষাঢ় ১৪৩২

শনিবার,

০৫ জুলাই ২০২৫,

২০ আষাঢ় ১৪৩২

Radio Today News

চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় ইজিবাইক চালকসহ নিহত ৩

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৪, ৪ জুলাই ২০২৫

Google News
চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় ইজিবাইক চালকসহ নিহত ৩

চুয়াডাঙ্গার জাফরপুর এলাকায় তেলবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত একটি ইজিবাইকের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ৪ জন যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যার আগে বিজিবি-৬ ব্যাটালিয়ন ক্যাম্পের কাছাকাছি এলাকায় এ সড়ক ঘটনা ঘটে।

আহত চারজনকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল জানান, রাত ৯টার দিকে দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শিশুসহ আরও চারজন আহত হয়ে ভর্তি আছেন, এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান বলেন, ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন বলে আমরা জেনেছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং ট্রাকটি জব্দের চেষ্টা চলছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের