বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫,

১৯ আষাঢ় ১৪৩২

বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫,

১৯ আষাঢ় ১৪৩২

Radio Today News

হজে ৪২ বাংলাদেশির মৃত্যু, ফিরেছেন ৬৩১৮৮ জন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৩, ২ জুলাই ২০২৫

Google News
হজে ৪২ বাংলাদেশির মৃত্যু, ফিরেছেন ৬৩১৮৮ জন

পবিত্র হজ সম্পন্ন করে সৌদি আরব থেকে ৬৩ হাজারের বেশি বাংলাদেশি দেশে ফিরেছেন। মোট ১৬৮টি ফ্লাইটে দেশে ফেরেন তারা। চলতি বছর হজে গিয়ে এ পর্যন্ত ৪২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। হজ পালনকালে বিভিন্ন সময়ে মক্কা, মদিনা, জেদ্দা ও আরাফায় মারা যান তারা।

বুধবার (২ জুলাই) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার (১ জুলাই) দিনগত রাত ৩টা পর্যন্ত দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৬৩ হাজার ১৮৮ জন। এরমধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় আরও ৫৮ হাজার ১৮১ জন হাজি দেশে ফিরেছেন।

অন্যদিকে দেশে ফেরা হজের ১৬৮টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ২৮ হাজার ৪২৭ জন, সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ২৫ হাজার ৯৮৫ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন ৮ হাজার ৭৭৬ জন বাংলাদেশি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের