
চীনে দেশি ও বিদেশি পর্যটকদের ভ্রমণে উৎসাহিত করা হয় সবসময়। উদ্যোক্তাদের নজরটাও বেশি দেশটিতে ঘিরে। মূল ভূখন্ড ছেড়ে এখন অন্যান্য রাজ্যগুলোতে বাড়ছে পর্যটক ও ব্যবসায়ীদের সংখ্যা। বাড়ছে বিনিয়োগের পরিমাণও।
নগরের কোলাহল ছেড়ে দিগন্ত জোড়া মাঠের পাশে হাজার বছরের ঐতিহ্যের বাড়ীতে লিনতেন হোটেল। দূরে দাড়িয়ে থাকা পর্বতের চূড়ায় বরফের বুকে আছড়ে পড়া সোনালী রোদ কিংবা ইরাহাই হ্রদের নিরবতায় ঘোর ভাঙ্গে বেড়াতে আসা পর্যটকদের।
তাইতো বেইজিং, চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং,শেনচেন কিংবা শাংহাইয়ের মতো কসমোপলিটন শহর ছেড়ে ইয়ুননান প্রদেশের এ বিলাসবহুল হোটেলকে ঘিরে বাড়ছে পর্যটকদের আনাগোনা।
পর্যটকরা জানান, নিরিবিলি সময় কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা হতে পারে না। এ হোটেলটিতে চীনের ঐতিহ্য ধারণ করা হয়েছে। একঘেয়েমি নয়, বরং সুন্দর সময় কাটে এখানে।
একসময় বাই উপজাতীদের আবাস ছিলো এখানে। ব্যবসায়ী এ জাতির ঐতিহ্য এখনও ধরে রেখেছেন বর্তমান উদ্যোক্তারা। আধুনিকতার সাথে পুরনো ঐতিহ্যের ছোয়ায় বদলে যায় চারপাশ। সুদূর আমেরিকা থেকে আসা লিনতেনন দম্পতি এ হোটেল পুন:নির্মাণে খরচ করেছেন ৫ লাখ ডলার।
লিনতেন হোটেলের প্রতিষ্ঠাতা ব্রায়ান লিনতেন জানান, আমেরিকান ড্রিম সবার জন্য সত্য নয়। আমরা আমেরিকা ছেড়েছি কিছু না পেয়ে। এখানে এসে আমাদের স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। চীনের হাজার বছরের ঐতিহ্যকে আমরা নষ্ট হতে দেইনি। যদি চীনা ঐতিহ্য মনে ধারণ না করতাম তাহলে এ কাজ কখনই করতে পারতাম না।
রেডিওটুডে নিউজ/আনাম