
মেখং নদীতে ১৫৪তম বারের মতো যৌথ টহল অভিযান সফলভাবে সম্পন্ন করেছে চীন, লাওস, মিয়ানমার ও থাইল্যান্ডের আইন প্রয়োগকারী সংস্থাগুলো। শুক্রবার শেষ হয় এই টহল অভিযান।
চার দিন ও তিন রাত ধরে চলা এই অভিযানে অংশ নেয় চার দেশের ছয়টি জাহাজ ও প্রায় ২০০ জন আইন প্রয়োগকারী কর্মকর্তা। টহল কার্যক্রমটি ৬০০ কিলোমিটারেরও বেশি জলপথ জুড়ে পরিচালিত হয়।
চীন, লাওস, মিয়ানমার ও থাইল্যান্ড ২০১১ সালের ডিসেম্বর থেকে যৌথভাবে এই নদীতে নিয়মিত টহল পরিচালনা করে আসছে।
রেডিওটুডে নিউজ/আনাম