
চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের ছাংছুন ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড কেমিস্ট্রির গবেষকরা সম্প্রতি একটি নতুন ধরনের সেমিকন্ডাক্টার ঘরানার বস্তুকণা আবিষ্কার করেছেন, যা নিজেই নিজেকে গুছিয়ে নিতে পারে। এর আরেক নাম সেল্ফ-অ্যাসেম্বল্ড মলিকিউলার মেটেরিয়াল। নতুন এ উদ্ভাবন পেরোভস্কাইট সৌরকোষের কিছু জটিল সমস্যাকে সফলভাবে কাটিয়ে উঠতে পেরেছে।
এই প্রযুক্তির কার্যকারিতা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিনিউএবল এনার্জি ল্যাবরেটরির স্বীকৃতি পেয়েছে। ২০২৫ সালের ২৭ জুন সায়েন্স জার্নালে প্রকাশিত হয় এর বিস্তারিত। পেরোভস্কাইট সৌরকোষ কম খরচ, উচ্চ দক্ষতা এবং সহজ প্রস্তুত প্রক্রিয়ার জন্য বিশ্বব্যাপী নজর কেড়েছে।
গবেষক ছিন জানান, তাদের পরবর্তী লক্ষ্য হলো এই নতুন উপাদানটির শিল্প পর্যায়ে প্রয়োগ করা।
রেডিওটুডে নিউজ/আনাম