
দেশে গত ২৪ ঘণ্টায় ৩১২টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।
মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ (আইইডিসিআর) থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, এদিন পরীক্ষাকৃত প্রতি ১০০টি নমুনার মধ্যে শনাক্তের হার ৪ দশমিক ১৭ শতাংশ।
প্রতিবেদনে আরও জানানো হয়, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১২৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের।
চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮২ জন এবং মৃত্যু হয়েছে ২২ জনের।
রেডিওটুডে নিউজ/আনাম