সোমবার,

৩০ জুন ২০২৫,

১৬ আষাঢ় ১৪৩২

সোমবার,

৩০ জুন ২০২৫,

১৬ আষাঢ় ১৪৩২

Radio Today News

নিজস্ব প্রযুক্তিতে তৈরি সিপিইউ উন্মোচন করেছে চীন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২২, ৩০ জুন ২০২৫

Google News
নিজস্ব প্রযুক্তিতে তৈরি সিপিইউ উন্মোচন করেছে চীন

চীনা চিপ নির্মাতা লুংসন টেকনোলজি বৃহস্পতিবার বেইজিংয়ে তাদের তৈরি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট লুংসন ৩সি৬০০০ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে।

নতুন এই সিপিইউ পুরোপুরি চীনের তৈরি। এতে লুংআর্চ ইন্সট্রাকশন সেট আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। এতে কোনো আন্তর্জাতিক লাইসেন্সপ্রাপ্ত প্রযুক্তি ব্যবহার করা হয়নি।

এই ইউনিট ব্যবহার করা যাবে সাধারণ কম্পিউটিং, স্মার্ট কম্পিউটেশন, স্টোরেজ, শিল্প নিয়ন্ত্রণ এবং ওয়ার্কস্টেশনে। একই অনুষ্ঠানে লুংসন ২কে৩০০০ ও ৩বি৬০০০ নামের আরও দুটি প্রসেসরও উন্মোচন করা হয়, যা স্মার্ট টার্মিনাল ও শিল্প নিয়ন্ত্রণ খাতে ব্যবহারের উপযোগী।  

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের