
বোতসোয়ানায় নিযুক্ত চীনা চিকিৎসক দলের ১৭তম ব্যাচ গাবোরোনের উপকণ্ঠে অবস্থিত টলোকওয়েং-এর এসওএস শিশুগ্রামে বিনামূল্য চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে।
অনুষ্ঠানে এসওএস শিশুগ্রামে বোতসোয়ানার জাতীয় পরিচালক মোটশোয়ারি কিতসো বলেন, বহু বছর ধরে বোতসোয়ানায় চীনা দূতাবাস ও চীনা সম্প্রদায় থেকে যে সহায়তা তারা পেয়েছেন, তার জন্য তিনি গভীর কৃতজ্ঞ।
এসওএস শিশুগ্রাম বোতসোয়ানার একটি বেসরকারি সংস্থা, যারা বাবা-মা হারানো বা ঝুঁকিতে থাকা শিশু ও তরুণদের সহায়তা করে।
বর্তমানে এই সংস্থা তাদের তিনটি কেন্দ্রে প্রায় ৩২০ জন শিশুর দেখভাল করছে এবং আরও ১ হাজার ৫০০ জন শিশুকে স্থানীয় সম্প্রদায়ে সহায়তা করছে।
স্থানীয় নেতা লাজারাস ইকালাফেং চীনা চিকিৎসক দলের আগমন ও সেবাকে স্বাগত জানিয়ে বলেন, এই সেবার মাধ্যমে মানুষ স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে উৎসাহিত হচ্ছে।
চীনা চিকিৎসক দলের প্রধান ফ্যান ওয়ানতোং বলেন, চীনা চিকিৎসক দল বরাবরই বোতসোয়ানার শিশুদের স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে আসছে।
রেডিওটুডে নিউজ/আনাম