শনিবার,

২৮ জুন ২০২৫,

১৪ আষাঢ় ১৪৩২

শনিবার,

২৮ জুন ২০২৫,

১৪ আষাঢ় ১৪৩২

Radio Today News

 তিন মাসে তিন নিষেধাজ্ঞা জারি দিল্লির

বাংলাদেশ থেকে স্থলপথে ৯ পণ্য আমদানি বন্ধ করল ভারত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩১, ২৮ জুন ২০২৫

Google News
বাংলাদেশ থেকে স্থলপথে ৯ পণ্য আমদানি বন্ধ করল ভারত

বাংলাদেশ (Bangladesh) থেকে নয়টি পণ্য এখন থেকে আর স্থল বন্দর (Land port) দিয়ে আমদানি করবে না ভারত (India)। একমাত্র মুম্বইয়ের নভোসেবা বন্দর (Nava Seva port at Mumbai) ব্যবহার করে বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতে ওই নয় ধরনের পণ্য রপ্তানি করতে পারবেন।

পণ্যগুলির মধ্যে আছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়। ভারতের বৈদেশিক বাণিজ্য বিভাগের জারি করা নয়া নিষেধাজ্ঞার অর্থ হল ভারত ওই পণ্যগুলি আর বাংলাদেশের কাছ থেকে নিতে আগ্রহী নয়। তাই স্থল বন্দর ব্যবহারের সুযোগ বন্ধ করে দিল। এরফলে বাংলাদেশ সরকারের পাশাপাশি সে দেশের রপ্তানিকারকেরাও বিপাকে পড়বেন।

এর আগে দু'বার, গত ৯ এপ্রিল এবং ১৭ মে বাংলাদেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। ৯ এপ্রিলের নির্দেশিকায় বলা হয়েছিল, কলকাতা বন্দর এবং স্থল বন্দরগুলি ব্যবহার করে তৃতীয় কোনও দেশে তৈরি পোশাক রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। নেপাল ও ভুটানে পণ্য সরবরাহ করতে হলেও তাদের বিমান পথ ব্যবহার করতে হবে।

১৭ মে'র  নির্দেশিকায় বলা হয়, তৈরি পোশাক, প্লাস্টিক ও কাঠের আসবাবপত্র প্রক্রিয়াজাত খাবার প্লাস্টিক, সুতা থেকে তৈরি সামগ্রী, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয় প্রভৃতি ভারতে রপ্তানি করতে পারবে না বাংলাদেশ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের