সোমবার,

০১ সেপ্টেম্বর ২০২৫,

১৬ ভাদ্র ১৪৩২

সোমবার,

০১ সেপ্টেম্বর ২০২৫,

১৬ ভাদ্র ১৪৩২

Radio Today News

চিলিনে চলছে ১৫তম চীন-উত্তর-পূর্ব এশিয়া এক্সপো 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩২, ৩১ আগস্ট ২০২৫

Google News
চিলিনে চলছে ১৫তম চীন-উত্তর-পূর্ব এশিয়া এক্সপো 

উত্তর-পূর্ব চীনের চিলিন প্রদেশের ছাংছুনে শুরু হয়েছে ১৫তম চীন-উত্তর-পূর্ব এশিয়া এক্সপো। যেখানে উত্তর-পূর্ব এশিয়া, ইউরোপের কয়েকটি দেশ, যুক্তরাষ্ট্র, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সদস্য দেশ, চীনের হংকং, ম্যাকাও এবং তাইওয়ানসহ ৪৫টি দেশ ও অঞ্চলের প্রায় এক হাজার প্রতিষ্ঠান অংশ নেয়। 

এক্সপোতে অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই প্রায় ৩০ হাজার ব্র্যান্ড প্রদর্শিত হচ্ছে।

এই বছরের ইভেন্টটি অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শন, স্থানীয় সংস্কৃতি এবং বিশ্বব্যাপী সহযোগিতা সবকিছুকেই তুলে ধরে।
প্রায় ২০০টি বুথ কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য নিবেদিত, যেখানে হুয়াওয়ে, পেট্রোচায়না, টেসলা, সিমেন্স-এর মতো শীর্ষস্থানীয় কোম্পানিগুলো তাদের সর্বশেষ উদ্ভাবন নিয়ে এসেছে।      

অন্যদিকে চীন ও আরব দেশগুলোর মধ্যে বহুমুখী সহযোগিতা জোরদার করতে উত্তর-পশ্চিম চীনের নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইয়িনছুয়ানে শুরু হয়েছে সপ্তম চীন-আরব এক্সপো। চীনের বাণিজ্য মন্ত্রণালয়, চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড এবং নিংশিয়া সরকারের যৌথ আয়োজনে বৃহস্পতিবার শুরু হয় এই প্রদর্শনী। 
চার দিনব্যাপী এ আয়োজনে পণ্য বাণিজ্য, সেবা বাণিজ্য ও প্রযুক্তি বাণিজ্যকে কেন্দ্র করে বিভিন্ন প্রদর্শনী ও ব্যবসায়িক মিলনমেলার আয়োজন করা হচ্ছে। 

‘উদ্ভাবন, সবুজ উন্নয়ন ও সমৃদ্ধি’’ প্রতিপাদ্যে এবারের এক্সপোতে থাকছে ছয়টি প্রধান প্রদর্শনী এলাকা, যার মধ্যে রয়েছে বেল্ট অ্যান্ড রোড দেশগুলোর প্রদর্শনী, আঞ্চলিক অর্থনৈতিক  সহযোগিতা প্রদর্শনী এবং পরিচ্ছন্ন জ্বালানি প্রদর্শনী। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের