
চীনের নানশা দ্বীপপুঞ্জের ইয়ংশু রিফ উপকূলে তিন দশক পর বিরল সামুদ্রিক প্রাণী জলধেনু বা সাগর গাভী দেখা গেছে। চীনা বিজ্ঞানীরা বিষয়টি নিশ্চিত করেছেন। এই আবিষ্কারকে ওই অঞ্চলের সামুদ্রিক বাস্তুতন্ত্রের অগ্রগতির বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
গত ৮ জুলাই ইয়ংশু রিফের পরিবেশ সুরক্ষা বিভাগের টহল কর্মীরা প্রথম প্রাণীটিকে শ্বাস নিতে পানির উপরে উঠতে দেখেন। এরপর এক মাস ধরে এর কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হয়।
চায়না একাডেমি অব সায়েন্সেসের সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজির গবেষক ছিন কেং ও লি সোংহাই প্রমাণ যাচাই করে নিশ্চিত করেন যে এটি একটি ডুগং তথা জলধেনু। ১১ আগস্ট গবেষক দল সরাসরি প্রাণীটির কার্যকলাপ পর্যবেক্ষণ করলে বিষয়টি চূড়ান্তভাবে প্রমাণিত হয়।
জলধেনুর ওজন প্রায় ৫০০ কেজি এবং দৈর্ঘ্য তিন মিটার পর্যন্ত হতে পারে। সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীটিকে চীনা লোককথায় ‘মৎসকন্যার আদিরূপ’ বলা হয়। এটি সাগরের তলদেশে জন্মানো ঘাস খায়।
রেডিওটুডে নিউজ/আনাম